স্টেট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

০৪ জুন ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ১০:৪৪ AM
স্টেট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো

স্টেট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। 

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ শিক্ষা কার্যক্রম, গবেষণা সহযোগিতা, একাডেমিক উপকরণ ও তথ্য বিনিময়, আন্তর্জাতিক কেন্দ্র ও গবেষণা কেন্দ্র স্থাপন, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, সম্মেলন ও সিম্পোজিয়ামের আয়োজনসহ নানাবিধ একাডেমিক ও পেশাদার কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত হয়। 

এছাড়াও কিউএস র‍্যাংকিং সহায়তা, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ এবং ফ্র্যাঞ্চাইজি প্রোগ্রাম চালুর বিষয়েও দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ভবিষ্যতে পারস্পরিক সম্মতিতে অন্যান্য নতুন উদ্যোগ গ্রহণেরও সম্ভাবনা রয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন, সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারহানা শারমিন, জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রধান প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, এবং জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান সারফরাজ আলী, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড কমিউনিকেশন। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোহ খাং ওয়েন, যিনি এই অংশীদারিত্বের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

দুই বিশ্ববিদ্যালয়ই বিশ্বাস করে, এই চুক্তি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণায় উদ্ভাবন এবং শিক্ষা কার্যক্রমের আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫