গাজীপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ AM
গাজীপুরের বাসন থানা বিএনপির মশাল মিছিল

গাজীপুরের বাসন থানা বিএনপির মশাল মিছিল © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি থেকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে বাসন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল মশাল মিছিল করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাত ৭টায় জয়দেবপুরের চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে অংশ নেন বিএনপি নেতা মো. খায়রুল ইসলাম, নজরুল ইসলাম ও আলমগীর হোসেনসহ কয়েকশ নেতাকর্মী।

তারা অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় পুরো দল ও দেশবাসী উদ্বিগ্ন থাকলেও একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে গাজীপুর-১ আসনে একজন ‘বিতর্কিত’ নেতাকে মনোনীত করেছে। ওই নেতার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে বলেও তারা জানান।

মিছিলে অংশগ্রহণকারীরা পূর্বে ঘোষণা করা মনোনয়ন বাতিল করে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫