খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হলেন যুক্তরাজ্যের চিকিৎসক, চীন থেকে আসছেন চারজন

০৩ ডিসেম্বর ২০২৫, ০১:০২ PM
বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্যিআসা যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্যিআসা যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) ডা. রিচার্ড বিলি নামের চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি হাসপাতালের চতুর্থ তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) যান।

জানা গেছে, চিকিৎসক সর্বশেষ মেডিকেল রিপোর্ট পরীক্ষা করবেন এবং চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মূল্যায়ন দেওয়ার আগে মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করবেন। ইতোমধ্যেই তিনি খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালে তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: আপাতত দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের, নেপথ্যে ৫ কারণ?

খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকেও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা এসে পৌঁছাবেন। তারা হলেন, ডা. কাই জিয়ানফাং, ডা. ইউয়ান জিন, ডা. ঝাং ইউহুই ও ডা. মেং হং।

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথিও সকালে  হাসপাতালে পৌঁছে সিসিইউতে যান। কর্মকর্তারা জানান, চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল সন্ধ্যার পরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ কারাদণ্ড ও জরিমানা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫