খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ PM
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর কলেজ মসজিদে আয়োজিত এ মিলাদ মাহফিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম, অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান,অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান,অধ্যাপক ডা. মো. নূরুজ্জামান খসরু, সহ অধ্যাপক ডা. মির্জা গোলাম সরোয়ার মুন, সহ অধ্যাপক ডা. আব্দুর রহমান।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব ও খোন্দকার সিফাত উল হকের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা এ সময় উপস্থিত ছিলেন।
পাশাপাশি সোহরাওয়ার্দী মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও এ মিলাদ মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং সর্বশেষে তবারক বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠান সমাপ্ত হয়।