ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৭ AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি © সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসছেন। বড়দিনের পর তার এই সফর অনুষ্ঠিত হবে বলে ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকায় আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট আন্তর্জাতিক জটিলতার কারণে সে সময় তার বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর স্থগিত করা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতালির প্রধানমন্ত্রীর সফরের জন্য ডিসেম্বরের শেষ সপ্তাহে সব প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘এখনও নিরাপত্তা ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তবে আশা করছি দ্রুতই তা সম্পন্ন হবে।’ ওই কর্মকর্তা আরও জানান, ইউরোপের ভূরাজনৈতিক বাস্তবতার কারণে আগের সফরটি স্থগিত করতে হয়েছিল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে, যা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জর্জিয়া মেলোনির সফরে অভিবাসন, প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশ পারস্পরিক সহযোগিতা ও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ ছাড়া, চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরকালে উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করে এবং তখনই সফরটি নিশ্চিত করা হয়। সম্প্রতি রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সম্মেলনে অংশ নিতে গিয়েও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ইতালির শীর্ষ পর্যায়ের বৈঠক হয়।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। সেটিই ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। জর্জিয়া মেলোনির সফরটি হবে বাংলাদেশে ইতালির কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার আগমন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫