গাজার উদ্দেশ্যে খাদ্য নিয়ে স্পেন থেকে ৫০ জাহাজের নৌবহর

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ AM
নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা © সংগৃহীত

স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশে রওনা হয়েছে ৫০টি জাহাজের বিশাল নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী নিয়ে ছয়টি মহাদেশের ৪৪টি দেশের শত শত প্রতিনিধি এতে যোগ দিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, গেম অব থ্রোনস খ্যাত অভিনেতা লিয়াম কানিংহামসহ চিকিৎসক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও সেলিব্রেটিরা।

আয়োজক কমিটির দাবি, এ উদ্যোগের উদ্দেশ্য কেবল গাজার ক্ষুধার্ত ও বিপর্যস্ত মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া নয়, বরং ইসরাইলের অবৈধ নৌ-অবরোধ ভেঙে বিশ্ববাসীর সামনে বর্বরতার চিত্র তুলে ধরা। তারা আরও জানিয়েছেন, বহরে যুক্ত কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নন।

২০০৭ সাল থেকে গাজার নৌ ও আকাশপথ অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। এর ফলে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াত মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এ অবরোধ আরও কড়াকড়ি করা হয়। বর্তমানে খাদ্য ও চিকিৎসা সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজার সাধারণ মানুষ।

অভিনেতা লিয়াম কানিংহাম এ উদ্যোগ সম্পর্কে বলেন, “ফিলিস্তিনিদের জন্য মানুষের মনে জোয়ার এসেছে। বিশ্ববাসীর বিবেক জেগে উঠেছে।” অন্যদিকে গ্রেটা থুনবার্গ অভিযোগ করেছেন, “ইসরাইলি গণহত্যা নিয়ে নীরব থেকে বিশ্ব সম্প্রদায় বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছে।”

 

সংবাদসূত্র: আলজাজিরা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫