এক স্ক্র্যাচ কার্ডে রাতারাতি কোটি টাকার মালিক চীনা নারী

২৩ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৫:৪৭ PM
এক স্ক্র্যাচ কার্ডে রাতারাতি কোটি টাকার মালিক চীনা নারী

এক স্ক্র্যাচ কার্ডে রাতারাতি কোটি টাকার মালিক চীনা নারী © সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিম  ইউনান প্রদেশের ইউশি শহরে এক নারী বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন একটি দোকান । এসময় একটি স্ক্র্যাচ কার্ড কেনেন ।এক স্ক্র্যাচ কার্ডই ঘুরিয়ে দিয়েছে তাঁর ভাগ্যের চাকা। ওই কার্ডে তিনি জিতে নিয়েছেন ১০ লাখ ইউয়ান বা প্রায় ১ লাখ ৪০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি টাকা । ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

এ ঘটনা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে এটিকে চীনা প্রবাদ ‘পানি মানেই সৌভাগ্যের’ সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, ‘নিশ্চয়ই সম্পদের দেবতা বৃষ্টি পাঠিয়েছিলেন।’ অন্য একজন মজা করে লিখেছেন, ‘যদি বৃষ্টি সৌভাগ্য আনে, তবে পরেরবার বৃষ্টি নামলেই লটারির দোকানে ছুটব।

৮ আগস্ট দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের ইউশি শহরে হঠাৎ প্রবল বর্ষণে ভিজে ওই নারী ঢুকে পড়েন হংটা জেলার একটি লটারির দোকানে। দোকানমালিকের ভাষায়, ওই নারী তখন বলেন, ‘আপনাদের এখানে স্ক্র্যাচ কার্ড আছে? যেহেতু বৃষ্টিতে আটকা পড়েছি, একটু খেলা যাক। সেদিন ওই নারী প্রায় ৯০০ ইউয়ান (১২৫ ডলার) দিয়ে একটি পুরো বুকলেট কিনে নিয়েছিলেন। সেখানে প্রায় ৩০টি টিকিট ছিল। প্রতিটি টিকিটের দাম ছিল ৩০ ইউয়ান। অবিশ্বাস্যভাবে ষষ্ঠ টিকিটে উঠে আসে ১০ লাখ ইউয়ানের পুরস্কার। ওই নারী বলেন, ‘আমার হাত-পা কাঁপছিল। স্বপ্নেও ভাবিনি এটা সম্ভব হবে।’দোকানমালিক নিশ্চিত করেছেন, ওই নারীর জেতা অর্থ লটারির যথাযথ নিয়ম মেনে যাচাই ও অনুমোদন করা হয়েছে।

চীনে স্ক্র্যাচ কার্ড কিনে সাপ্তাহিক বা দৈনিক ড্রর জন্য অপেক্ষা করতে হয় না, বরং তাৎক্ষণিক ফলাফল জানা যায় এবং কয়েক লাখ ইউয়ান জেতার সুযোগ থাকে।

পুরস্কার জেতার পর কৃতজ্ঞতা জানাতে ওই নারী দোকানমালিককে নগদ অর্থভর্তি একটি লাল খাম এবং একটি রেশমি ব্যানার উপহার দেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করেননি তিনি। ওই নারী বলেন, ‘আমি প্রায়ই দেখি লোকজন কয়েক কোটি ইউয়ান জিতে নেয়। তার তুলনায় আমারটা তেমন বড় কিছু নয়। তাই চুপচাপ কাজে ফিরে গিয়েছি।’

সংবাদসূত্রঃ সাউথ চায়না মর্নিং পোস্ট

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫