পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনায়’ অংশ নিতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২২ জুন ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়া সফরে যাচ্ছেন। আজ রবিবার (২২ জুন) তিনি মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হবে বলে জানিয়েছেন আরাগচি।

তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা একটি কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি।’

তিনি আরও বলেন, ‘আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে যাচ্ছি। আশা করছি, আমাদের পারস্পরিক সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে।’

রাশিয়া ও ইরান চলতি বছরের জানুয়ারিতে একটি ‘বিস্তৃত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করে তোলে। তবে চুক্তিতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি—অর্থাৎ, কেউ হামলার শিকার হলে অপর পক্ষকে সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, এমন কোনো শর্ত নেই।

এই সফরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠতা যেমন দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও মজবুত করছে, তেমনি পশ্চিমা বিশ্বের নজরও বাড়ছে এই দুই দেশের কৌশলগত অগ্রগতির দিকে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫