‘একটা চাদর হবে’ খ্যাত সংগীতশিল্পী সুমন আর নেই

২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৪ PM
জেনস সুমন

জেনস সুমন © সংগৃহীত

বাংলাদেশের ব্যান্ডসংগীতে নীরবতা নেমে এলো আজ শুক্রবার। না ফেরার দেশে চলে গেলেন ‘একটা চাদর হবে’ গানের জনপ্রিয় শিল্পী জেনস সুমন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

জেনস সুমনের মৃত্যুর খবরটি প্রথম নিশ্চিত করেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন এই সুমধুর কণ্ঠশিল্পী।

পরিবার–ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকেই তিনি তীব্র বুকব্যথা অনুভব করছিলেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে আর বাঁচাতে পারেননি।

জেনস সুমনের প্রকৃত নাম গালিব আহসান মেহেদি। সুমন ছিল তাঁর পরিচিত ডাকনাম। নব্বইয়ের দশকের শেষ দিকে শুরু হয় তাঁর সংগীতভ্রমণ। তবে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ২০০২ সালে, যখন বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত হয় তাঁর গান ‘একটা চাদর হবে’। গানটি প্রচারের পরই সাড়া পড়ে যায় সংগীতজগতে। রাতারাতি আলোচনায় উঠে আসেন জেনস সুমন।

এর আগে ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। পরবর্তী সময়ে তিনি উপহার দেন একের পর এক জনপ্রিয় অ্যালবাম—‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’—যেগুলো শ্রোতার মনে জায়গা করে নেয় দ্রুতই।

২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর শেষ একক অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর দীর্ঘ ১৬ বছরের বিরতিতে চলে যান তিনি। তবে সংগীতের প্রতি টান আবার ফিরিয়ে আনে তাঁকে। গত বছর প্রকাশিত হয় তাঁর প্রত্যাবর্তনের গান ‘আসমান জমিন’, যা দিয়ে শুরু হয় তাঁর নতুন পর্যায়ের যাত্রা। সাম্প্রতিক সময়েও নিয়মিত নতুন গান প্রকাশ করছিলেন সুমন।

অপ্রত্যাশিত এই মৃত্যুসংবাদে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। শ্রোতারা স্মরণ করছেন তাঁর কোমল কণ্ঠ আর হৃদয়ছোঁয়া সুরের গান। বাংলা গানের আকাশে আর একটি পরিচিত নক্ষত্রের পতন হলো। তবে তাঁর গান, তাঁর সুর, তাঁর কণ্ঠ রয়ে যাবে স্মৃতির মতোই অনন্ত।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫