সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারসহ যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) এই স্মারক স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত প্রযুক্তি ও এআইয়ের ব্যবহারের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে বিরাট অবদান রাখবে এই সমঝোতা স্মারক।
তাদের দাবি, রোগ নির্ণয়ে নির্ভুলতা নিশ্চিত, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান ও দক্ষতা বিনিময়, এআই মডেল তৈরি ও বাস্তবায়নের ক্ষেত্রে একাডেমিক ও প্রযুক্তিগত সহায়তা এবং রোগ নির্ণয়ে নিত্য নতুন উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে ভূমিকা রাখবে এই সমঝোতা। বিশেষ করে নিখুঁতভাবে ক্যান্সার নির্ণয় ও উন্নত চিকিৎসায় অবদান রাখবে এই উদ্যোগ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএমইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও এনএসইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী সই করেন। এ ছাড়া বিএমইউর বেসিক সায়েন্স অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক ডা. শিরীন তরফদার, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ডা. মোহাম্মদ মনির উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যায়ের বর্তমান প্রশাসন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উন্নত প্রযুক্তির এই যুগে চিকিৎসা বিজ্ঞানসহ সামগ্রিক স্বাস্থ্যখাতকেও সেভাবেই এগিয়ে নিতে হবে। সেই লক্ষ্য পূরণে প্রয়োজন দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করা। আজকের এই সমঝোতা স্মারক সেরকমই একটি উদ্যোগের বাস্তব প্রতিফলন। যার মূল লক্ষ্য রোগীদের সর্বাধুনিক চিকিৎসাসেবা প্রদান করার সাথে সাথে উন্নত গবেষণা ও গুণগত শিক্ষা কার্যক্রমকেও এগিয়ে নেওয়া।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, বিশ্বে চিকিৎসা বিজ্ঞান অভাবনীয়ভাবে এগিয়ে গেছে। নিত্যনতুন উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনীর মাধ্যমে নির্ভুলভাবে রোগ নির্ণয় থেকে শুরু করে উন্নত চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমেও বিরাট অবদান রাখছে। বিএমইউ এবং এনএসইউর মধ্যে এই সমঝোতা স্মারক নিখুঁতভাবে রোগ নির্ণয়সহ সর্বাধুনিক চিকিৎসাসেবা প্রদান ও যৌথ গবেষণায় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
অনুষ্ঠানে ‘বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি: অ্যাডভান্সিং মেডিকেল এডুকেশন, রিসার্চ অ্যান্ড হেলথকেয়ার পার্টনারশিপস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রো-ভাইস চ্যান্সলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মনির উদ্দিন ‘অ্যাডভান্স রিসার্চ অন বায়োমেডিকেল ডাটা ফর প্রিসিশন ডায়াগনোসিস এপ্লাইয়িং মাল্টিমোডাল-এআই’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ও এনএসইউর অধ্যাপক দীপক কুমার মিত্র।
এতে বিএমইউর ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, অধ্যাপক ডা. মো. আতিকুল হক, অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরী, ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।