‘মেসি কাপ’ আয়োজনের ঘোষণা মেসির, খেলবে বিশ্বসেরা ৮ ক্লাব

১৬ অক্টোবর ২০২৫, ০৬:২৬ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি যেন আবারও প্রমাণ করলেন, তিনি কেবল মাঠের নায়ক নন, ভবিষ্যতের নির্মাতাও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক চমকপ্রদ ঘোষণায় জানালেন, এক অনন্য আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা ‘মেসি কাপ’ আয়োজন করতে যাচ্ছেন। 

আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে উৎসবের এই আসর গড়াবে। বয়সভিত্তিক অনূর্ধ্ব–১৬ পর্যায়ের এই টুর্নামেন্টে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৮টি ক্লাব অংশ নেবে। তালিকায় বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, চেলসি, আতলেতিকো মাদ্রিদ, রিভার প্লেট, নিওয়েল’স ওল্ড বয়েজ, আর মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিও আছে।

৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ দিনের এই প্রতিযোগিতায় মায়ামির চেজ স্টেডিয়াম ও ক্লাবের অনুশীলন মাঠে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, এরপর প্লে–অফ ও ফাইনালের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে।

মেসির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘৫২৫ রোজারিও’ টুর্নামেন্টটির আয়োজক। প্রতিষ্ঠানটি জানায়, এই আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়; এটি এক নতুন স্বপ্নযাত্রা, যেখানে ফুটবল, সংস্কৃতি ও উদ্ভাবন মিলেমিশে ভবিষ্যতের নতুন দিগন্ত গড়ে তুলবে।

মেসিও জানালেন, এটা পরের প্রজন্মের জন্য। বিশ্বের সেরা ক্লাবগুলোর তরুণ প্রতিভারা একসঙ্গে খেলবে, শিখবে, বেড়ে উঠবে—এটাই আমার আনন্দ।

সবমিলিয়ে মেসির শহর রোজারিও থেকে শুরু হওয়া সেই ভালোবাসার যাত্রা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, যা কিনা ভবিষ্যতের ছোট্ট মেসিদের হাতে তুলে দিতে চায় এক অনন্ত স্বপ্নের আলো। 

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫