ক্যাশলেস বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে রুয়েট

১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ PM
রুয়েটের প্রধান ফটক ও লোগো

রুয়েটের প্রধান ফটক ও লোগো © সংগৃহীত ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর জন্য নির্ধারিত সকল ফি এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেয়া যাবে। এই কর্মসূচির অংশ হিসেবে ‘রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ রূপালী ক্যাশ এর মাধ্যমে রুয়েটের সকল ফি অনলাইনে জমা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্বদ্যিালয়ের হল রুমে এই সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

সভায় রূপালী ব্যাংকিংয়ে সহজ, দ্রুত, স্বচ্ছতা ও নিরাপদ পেমেন্টের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাশ লেস পেমেন্ট ব্যবস্থাপনার সুবিধা তুলে ধরা হয়। এসময় রুয়েটের পক্ষ থেকে সকলের সুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন: স্কুল-কলেজ-মাদ্রাসায় সুপারিশপ্রাপ্তরা এমপিও পেলেও আটকা কারিগরি শিক্ষকরা

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক তৌহিদ আরিফ খান চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক (বাজেট) মো. আব্দুল বারিক, আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার ইঞ্জি. মো. জুলফিকার ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মোবাইল ব্যাংকিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আরিফুজ্জামান সরকার, ব্যাংকটির রুয়েট শাখার সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান মো. আসাদুজ্জামান সহ মোবাইল ব্যাংকিং বিভাগের কর্মকর্তাবৃন্দ।

ট্যাগ: রুয়েট
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫