রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

২৫ নভেম্বর ২০২৫, ১০:১২ PM
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষরিত হয়

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষরিত হয় © টিডিসি

ক্যাম্পাস এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচর্য অধ্যাপক ড. এম এম আব্দুর রাজ্জাক।

রুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচএম রাসেল। গ্রামীণফোন লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হেড অবে টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট টেকনোলজি ডিভিশনের পরিচালক মো. আব্দুর রায়হানসহ হেড অব স্টেট ম্যানেজমেন্ট বিভাগের জেনালের ম্যানেজার একেএম শামসুল আরেফিন এবং স্টেট ম্যানেজমেন্ট বিভাগের লিড স্পেশালিস্ট লিগ্যাল সাপোর্ট মোহাম্মদ ফাইজুর রাজ্জাক। 

এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

১০ বছর মেয়াদি এই চুক্তির আওতায়, গ্রামীণফোন লিমিটেড রুয়েট ক্যাম্পাস এলাকায় দ্রুততম সময়ের মধ্যে আর্কিটেকচার ভবন, ইনস্টিটিউট ভবন ও স্টাফ কোয়াটার ভবনে তিনটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার (বেজ স্টেশন) স্থাপন করবে। চাহিদার বা প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এই টাওয়ারের সংখ্যা বৃদ্ধি করা হবে। 

প্রসঙ্গত, এই চুক্তির পূর্বে রুয়েট ক্যাম্পাস এলাকায় কোনো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ছিল না। চুক্তির মাধ্যমে এখন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের সেবা পাবেন। রুয়েটের নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে মোবাইল নেটওয়ার্ক জনিত সমস্যাকে চিহ্নিত করেন এবং এ সমস্যা নিরসনে উদ্যোগী হন।

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫