পাবিপ্রবিতে নারী স্বাস্থ্য সচেতনতা-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ PM
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান © টিডিসি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নারী স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘A Seminar on Women’s Health Awareness’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী মিয়া ভবনের গ্যালারি-২-এ শিখা অ্যাসোসিয়েশন এ সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. শামীমা খাতুন পলি।

অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘নারী শিক্ষার্থীদের সুস্থ থাকা ও সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই এখনো সচেতনতার অভাব রয়েছে। অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে খাওয়া-দাওয়া ঠিকভাবে না করে, যা ভবিষ্যতে বড় ধরনের শারীরিক সমস্যার কারণ হতে পারে। নিজেদের সুরক্ষার জন্য সঠিক অভ্যাস ও সচেতনতা গড়ে তোলা জরুরি।’

প্রধান আলোচক ডা. শামীমা খাতুন পলি নারী স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাসিক স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাবার গ্রহণ, মানসিক স্বাস্থ্য এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, ‘এ ধরনের সেমিনার আমাদের জন্য সত্যিই প্রয়োজনীয়। অনেক সময় আমরা নিজেদের শারীরিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি না। আজকের সেমিনার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, যা ভবিষ্যতে আমাদের সচেতন ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।’

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫