গবেষণাপত্র উপস্থাপন করতে যুক্তরাষ্ট্রে শাবিপ্রবি শিক্ষার্থী ইমরান

০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৩ PM
ইমরান হোসাইন

ইমরান হোসাইন © সংগৃহীত

গবেষণাপত্র উপস্থাপন করতে যুক্তরষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আর্বানা-শ্যাম্পেইন ক্যাম্পাসে যোগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন। আগামী ৯ ও ১০ অক্টোবর ইউনিভার্সিটি অব ইলিনয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক  সম্মেলন ‘বিয়ন্ড বর্ডারস: গ্লোবাল মেন্টাল হেলথ রিসার্চ অ্যান্ড সার্ভিসেস কনফারেন্স’। সম্মেলনে অংশগ্রহন করবেন বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা।

দুই দিনের এই সম্মেলনে ২৭টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। সম্মেলনে ১০ অক্টোবর মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন। এই সম্মেলনে বাংলাদেশ থেকে স্নাতক শিক্ষার্থী হিসেবে সুযোগ পেয়েছেন ইমরান হোসাইন। 

আরও পড়ুন: পাঁচ বছর পর ‘স্বাভাবিক হচ্ছে’ এইচএসসির ফল, কমতে পারে পাস ও জিপিএ-৫

জানা যায়, আগামীকাল ইমরান হোসাইন তার গবেষণাপত্র উপস্থাপন করবেন, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক সহায়তা নিয়ে তার গবেষণার ফলাফল তুলে ধরা হবে। সম্মেলনের পর ইউনিভার্সিটি অব ইলিনয়ের সমাজকর্ম বিভাগের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি অনানুষ্ঠানিক আলোচনাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান ইমরান।

নিজের অনুভূতি প্রকাশ করে ইমরান হোসাইন বলেন, ‘একটি স্বনামধন্য মার্কিন বিশ্ববিদ্যালয়ে আমার গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পাওয়া সত্যিই আমার জীবনের এক বড় অর্জন। তারা আমার অংশগ্রহণের সম্পূর্ণ খরচ বহন করছে, যা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমি বিশ্বাস করি, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন আমাদের গবেষণামুখী হতে উৎসাহিত করবে এবং নতুন জ্ঞান অর্জনের পথ খুলে দেবে। আমি আমার বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাদের উৎসাহ ও সহযোগিতা দিয়ে পাশে থাকে।’

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫