শাবিপ্রবিতে এমএসসি ডাটা সায়েন্স কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

৩০ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো এমএসসি ডাটা সায়েন্স কোর্সে (প্রফেশনাল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ১০০ মার্কের মধ্যে ৮০ মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি ১০ মার্ক ভাইভা এবং ১০ মার্ক সিজিপিএ‘র ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। 

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে নয়টায় সি বিল্ডিংয়ের ৩১২ এবং ৩১৮ নম্বর রুমে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন 

এক বছর মেয়াদী প্রফেশনাল এই মাস্টার্স কোর্স অফার করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ। এতে সহযোগিতা করেছেন গণিত বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। 

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, প্রফেশনাল এই মাস্টার্স কোর্স দুইটি সেমিস্টারে অনুষ্ঠিত হবে। প্রতি সেমিস্টারের মেয়াদ ৬ মাস। কোর্সের অধীনে মোট আসন সংখ্যা রয়েছে ৪০টি এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীকে এক বছরে ৪০ ক্রেডিট সম্পন্ন করতে হবে। 

পরীক্ষার আবেদন শর্তে বলা হয়েছে, ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি (বা সমমান) হতে হবে এবং সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩ বা সমমান ২য় শ্রেণি হতে হবে। আবেদনকারীদেরকে অবশ্যিই এসএসসি এবং এইচএসসি উভয় স্তরে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। 

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, ‘আজকে ভর্তি পরীক্ষায় ৮৭ শতাংশ প্রার্থী উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে হবে। এবং ৩ সেপ্টেম্বর মেধাতালিকা প্রকাশ করা হবে । নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়া চলবে ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এবং ক্লাস শুরু হবে ১৪ সেপ্টেম্বর।’

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫