মেরিটাইম ইউনিভার্সিটির ২০৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

০৭ আগস্ট ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:০০ PM
বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী

বৃত্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থী © টিডিসি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মেধাবী  শিক্ষার্থীদের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে উপাচার্য মেধাবৃত্তি ও বিএমইউ স্টিপেন্ডের আওতায় ১০৮ শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে অ্যাডমিশন, অ্যাকাডেমিক ও স্কলারশিপ শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মাহমুদা মালেক বলেন, স্নাতক পর্যায়ে  ফেব্রুয়ারি-মার্চ ২০২৪, জুন-জুলাই ২০২৪, সেপ্টেম্বর-অক্টোবর ২০২৪ ও স্নাতকোত্তর পর্যায়ে মার্চ ২০২৪-এ মোট ২০৫ জন শিক্ষার্থীকে উপাচার্য ও বিএমইউ স্টিপেন্ড বৃত্তির আওতায় মোট ২৬ লাখ ৮৯ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কার্যক্রম চলমান।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিনস কমিটির সভাপতি কমোডর মো. নিয়ামুল হাসান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি তুলে ধরেন এবং প্রধান অতিথি সবার উদ্দেশ্য  দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে পুলিশের অভিযান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
দেশবাসীকে ঈসায়ী নববর্ষের শুভেচ্ছা জানাল জামায়াত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই
  • ৩১ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫