জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পাবিপ্রবিতে র‍্যালি

০৫ আগস্ট ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৬:২৪ PM
র‍্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা

র‍্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা © টিডিসি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত হয়েছে বর্ণাঢ্য বিজয় র‍্যালি। আন্দোলনের চেতনায় মুখর এ আয়োজনে উচ্চারিত হয় নানা স্লোগান, তুলে ধরা হয় গণআন্দোলনের তাৎপর্য।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে এই র‍্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা প্রদক্ষিণ করে শেষ হয় কনভেনশন হলে। র‍্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো. শামীম আহসান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম ও জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: কামরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। 

‎‎বিজয় র‍্যালিতে শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’; ‘ওবায়দুল কাদেরের ফাঁসি চাই, সাদ্দামের ফাঁসি চাই, ইনানের ফাঁসি চাই’; ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?; ‘পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে’ ইত্যাদি স্লোগান দেন।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ‘আপনারা সবাই জানেন, জুলাই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমাদের প্রথমেই ছিল বিজয় র‍্যালি।  আপনারা জানেন, গত বছরের এই দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পলানের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছিল। সেই যাত্রাকে আমরা অব্যাহত রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটি সমৃদ্ধশালী ও কর্মমুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েরা যারা বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রাম করেছে তারা ভবিষ্যতেও বাংলাদেশকে একটি উৎপাদনশীল রাষ্ট্র হিসেবে গঠনে সর্বদা ভুমিকা রাখবে।’

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫