কথা কাটাকাটির জেরে রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

২৫ জুলাই ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৬:৪২ PM
রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা

রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা © টিডিসি ফটো

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে জেলা শহরের তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা জানায়, স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে আহত তৌহিদুল ইসলাম (২৩), আবরার বিন আমিন (২৩), মো. আজাদ (২৩), অর্জুন মণ্ডল তরুণ (২৪), ইভান আদনান, দুর্জয় সরকারের জানা আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মো. রাকিব নামে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। থানার কাছাকাছি এ ঘটনায় পুলিশ আহতদের উদ্ধার করে। পরে রাতেই রাঙামাটি কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়। 

এদিকে, হামলায় জড়িত ও আহত দু’পক্ষই বিএনপির ছাত্রদল-নেতাকর্মী বলে জানা গেছে। রাত দেড়টা পর্যন্ত রাঙামাটি কোতোয়ালি থানায় এ নিয়ে দু'পক্ষের লোকজনদের নিয়ে আলোচনা হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

রাঙামাটি কোতোয়ালি থানায় ওসি মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনা নিয়ে তারা থানায় আসেন। রাতে জেলা বিএনপির সেক্রেটারিও আসেন। আমি এজাহার দিতে বলেছি, আইনগত প্রক্রিয়া আগানোর জন্য। তারা নিজেদের মধ্যে সমাধান করবে থানা বের হন।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে পুলিশের অভিযান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
দেশবাসীকে ঈসায়ী নববর্ষের শুভেচ্ছা জানাল জামায়াত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই
  • ৩১ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫