শিক্ষকদের খাতা দেখার সময় বেড়েছে, এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা যাচ্ছে

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ PM
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ হয়নি

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ হয়নি © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এখনও নির্ধারণ করা হয়নি। খাতা (উত্তরপত্র)  দেখা শেষ হলে তারিখ নির্ধারণ করা হবে। এবার শিক্ষকদের উত্তরপত্র দেখার সময়ও বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে শনিবার (১৩ সেপ্টেম্বর) বলেন, উত্তরপত্র দেখার কাজ চলছে। সব কার্যক্রম শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এবার শিক্ষকদের খাতা দেখার সময় বাড়ানো হয়েছে। আগে ১৫ দিন সময় পেলেও এখন অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত পাচ্ছেন শিক্ষকরা। আশা করছি, অক্টোবরের মাঝামাঝি পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফলাফল দেওয়া সম্ভব হবে।’

আরও পড়ুন: ইউএনও বিদ্যালয় পরদর্শনে গিয়ে দেখলেন, বেঞ্চে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক—ভিডিও ভাইরাল

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে গত ২৬ জুন শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। ২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গত বছর ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী ছিল।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫