আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

১২ আগস্ট ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০৫:৫৭ PM
মাসকর্ট কারখানার শ্রমিকদের বিক্ষোভ

মাসকর্ট কারখানার শ্রমিকদের বিক্ষোভ © টিডিসি

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক থেকে সড়ে যান শ্রমিকরা।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কে মাসকর্ট গার্মেটের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।  

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই মাসকর্ট কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে কয়েক দফায় কারখানার মালিক পক্ষ কর্মরত শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। সবশেষ ১০ আগস্ট বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেতন না দেয়ায় গতকালও ওই কারখানার প্রায় ৩০০ শ্রমিক বিক্ষোভ করেন।

আরও পড়ুন :টেকসই কৃষিতে নতুন দিগন্ত, সাড়ে ৮ হাজারের পরিবারের ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংক

কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। যার ফলে শ্রমিকরা সকালে জড়ো হয়ে পুনরায় আজ মঙ্গলবার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে চলে যায়। 

শিল্প পুলিশ-১-এর পরিচালক মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পূর্বের নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য আন্দোলন করেছেন। পরে তাদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে।

আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫