রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ PM
আশরাফুল হক

আশরাফুল হক © টিডিসি ফোটো

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে এই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। নিহতের নাম আশরাফুল হক (৪২)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে আঙ্গুলের ছাপ সংগ্রহকরে এই ব্যক্তির পরিচয় শনাক্ত করে। তার নাম আশরাফুল হক (৪২), বাবার নাম মো. আব্দুর রশীদ, মায়ের নাম এছরা বেগম। তার গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা জানালেন উপাচার্য

তিনি আরও বলেন, সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রংয়ের দু’টি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ড্রাম খুলে মানুষের খণ্ডিত মরদেহ পাওয়া যায়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দু’টি নীল ড্রামের মধ্যে একটিতে চাল ছিল এবং অপরটিতে কালো পলিথিন দিয়ে খণ্ডিত লাশটি মোড়ানো ছিল।

পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের পাশে ড্রামের ভেতর এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে সন্দেহ হলে ড্রাম খুলে মরদেহটি কয়েক টুকরো উদ্ধার করেছে পুলিশ।

খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫