মাঠে গৃহবধূর লাশ, গাছে ঝুলছিল স্বামীর দেহ—আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

১৪ জুন ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৭:২৪ PM
বেনাপোলে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন

বেনাপোলে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন © প্রতীকী ছবি

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধা করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে প্রশ্ন।

নিহত মো. মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। স্থানীয় লোকজনের ভাষ্য, সংসারে অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সেই দ্বন্দ্বের জেরে মনিরুজ্জামান প্রথমে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। পরে নিজে বাড়ির উঠানে আমড়াগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা তাদের।

যদিও নিহত দম্পতির সন্তানের দাবি, তাদের বাবা-মা আত্মহত্যা করেননি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরুজ্জামানের ঝুলন্ত লাশ বাড়ির উঠান থেকে উদ্ধার করে। তার স্ত্রী রেহেনার লাশ বাড়ির উত্তর পাশে একটি মাঠ থেকে উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ‘এটি আত্মহত্যা না হত্যা—এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটতে পারে।’

ব্রাহ্মণবাড়িয়ায় পাথরবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আসন ৩০০, জোটের হিসাব-নিকাশে কোন দল কতটি আসনে মনোনয়ন জমা দিল?
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিএনপি মহাসচিবের সম্পদ ৪ কোটি টাকার, বার্ষিক আয় ১১ লাখ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ইবির বিভিন্ন ছাত্র সংগঠনের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
এনসিপির প্রার্থী মাহমুদা মিতুকে হত্যার হুমকি
  • ৩০ ডিসেম্বর ২০২৫