পাবনায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত আটক

২৬ মে ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৩:১৬ PM
পাবনা থানা

পাবনা থানা © সংগৃহীত

পাবনায় পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত রনি মণ্ডল (২৪) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনি মণ্ডলের মৃত্যু হয়। এর আগে রবিবার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি মণ্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আটক ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

আরও পড়ুন: কাউকে না বলে হাসপাতাল থেকে চলে গেলেন বিষপান করা সেই ৪ যুবক

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, এ ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

ওসি আরও বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় পাঠানো হবে। এরপর আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করব। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬