বিপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়ের ব্যাট থেকে এলো ১১ রান

২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ PM
নাঈম শেখ

নাঈম শেখ © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলামে একমাত্র ক্রিকেটার হিসেবে কোটি টাকার ক্লাবে জায়গা করে নিয়েছিলেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্টের প্রথম দিনেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হন এই ওপেনার। তার ব্যাট থেকে এলো ১১ রান।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ইনিংসের শুরুতেই মাঠে নামেন নাঈম। মির্জা বেগের সঙ্গে ওপেনিংয়ে নামা এই ব্যাটার প্রথম ওভারে সিঙ্গেল নিয়ে রানের খাতা খুললেও পরের দুই বলে কোনো রান নিতে পারেননি। ওভারের শেষ বলে একটি চার মেরে কিছুটা স্বস্তি দেন। পরে নবম বলে আরেকটি বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংসের ইঙ্গিত দিলেও সেটি আর বাস্তবে রূপ নেয়নি। শেষ পর্যন্ত ১১ বল মোকাবিলা করে দুটি চারে ১১ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে।

নিলামের শুরুতেই ডাক পাওয়া নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল সিলেট টাইটান্স। পরে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে তাকে দলে নেওয়ার জন্য লড়াই শুরু হিয়েছিল। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে নিজেদের দলে ভেড়ায় বন্দরনগরীর দলটি।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫