আইপিএলে দল পেলেন না তাসকিন, ভাগ্যের দরজা খুলল না এবারও

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © ফাইল ছবি

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আবুধাবিতে। নিলামে অংশ নেয় আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি। এবারের নিলামের জন্য মোট ৩৫০ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়, যার মধ্যে ছিলেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সুখবর পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। রেকর্ড ৯ কোটি ২০ লাখে মোস্তাফিজকে কিনেছে কলকাতা নাইট রাইডার্সে।  তবে তার সতীর্থ পেসার তাসকিন আহমেদ এবারও আইপিএলে দল পাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি। এর আগেও একাধিক মৌসুমে নিলামে ছিলেন তিনি, তবে বরাবরই থেকে গেলেন উপেক্ষিত।

সম্প্রতি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তা সত্ত্বেও নিলামে থাকা ১০টি ফ্র্যাঞ্চাইজির কেউই তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখায়নি। পুরো নিলাম জুড়েই তাসকিন অবিক্রীত থেকে যান।

এর ফলে আবারও অধরাই রইল আইপিএলে খেলার সুযোগ। বিশেষ করে তাসকিনের মায়ের ছেলেকে আইপিএলের মঞ্চে খেলতে দেখার স্বপ্নটিও এবারের মতো পূরণ হলো না। যদিও নিলামের শেষ পর্বে কোনো ফ্র্যাঞ্চাইজি ইনজুরি রিপ্লেসমেন্ট বা বিশেষ বিবেচনায় তাকে সুযোগ দিতে পারে, সেই সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বরাবরই অনিয়মিত। কোনো কোনো মৌসুমে একজন বা দুজন সুযোগ পেলেও অনেক আসরেই বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দেখা যায় না। সর্বশেষ আসরে শুরুতে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি। পরে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসে যোগ দেন।

২০২৬ আইপিএলের নিলামেও সেই চিত্রের খুব একটা পরিবর্তন হয়নি। এবারও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র মোস্তাফিজই দল পেয়েছেন, আর তাসকিনসহ বাকিদের অপেক্ষা বাড়ল আরও এক মৌসুম।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫