বিগ ব্যাশে যেমন হলো রিশাদের অভিষেক

১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ PM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে অভিষেক হলো রিশাদ হোসেনের। অভিষেক ম্যাচে বল হাতে তার পারফরম্যান্স দুর্দান্ত। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৮ রান দিয়ে কিপটে বোলিং করেন এই লেগি, তবে প্রত্যাশিত উইকেটের দেখা মেলেনি। রিশাদের এমন পারফরম্যান্সের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে হোবার্টের বিপক্ষে ১৮০ রানের সংগ্রহ গড়েছে সিডনি থান্ডার।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রিশাদের দল। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন রিশাদ, ওই ওভারে মাত্র ৬ রান দেন, তবে উইকেট পাননি। 

সপ্তম ওভারে আরও কিপটে বোলিং করে মাত্র ৪ রান দিয়ে দাপট জিইয়ে রাখেন। প্রথম দুই ওভারে ১০ রান দিয়ে উইকেটশুন্য রিশাদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তবে ইনিংসের ১৩তম ওভারে ফের বোলিংয়ে এসে ৮ রান দেন, যেখানে একটি বাউন্ডারিও হজম করেন এই লেগি, তবে কাঙ্ক্ষিত উইকেটের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশুন্য থাকেন রিশাদ।

সিডনি থান্ডারের হয়ে ক্যামেরন ব্যানক্রাফট ৪৪ বলে ৬১ রান করেন। এ ছাড়া ২৪ বলে ৩৪ রান করে দলকে সামলান শাদাব খান। শেষ দিকে ড্যানিয়েল সামস ১১ বলে ২৩ রান যোগ করেন। এতে নির্ধারিত ২০ ওভারের শেষে হোবার্টের বিপক্ষে ১৮০ রানের পুঁজি পায় সিডনি।

হোবার্টের হয়ে বোলিংয়ে সফল বিলি স্টেনলেক, ৩ উইকেট নিজের ঝুলিতে পুরেন তিনি। এ ছাড়া ক্রিস জর্ডান ২ উইকেট, আর নাথান এলিস ১ উইকেট শিকার করেন।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫