থামতে চান না মুশফিক, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

২৩ নভেম্বর ২০২৫, ০৪:০৪ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

মুশফিকুর রহিমের শততম টেস্টকে স্মরণীয় করেছে তার পারফরম্যান্সই। এক ইনিংসে সেঞ্চুরি ও আরেক ইনিংসে ফিফটি; দুই মাইলফলকই ছুঁয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি। তবে মাঠের পারফরম্যান্সের ছাপিয়ে অন্য এক কারণে বিশেষভাবে আলো কাড়ছেন মুশি। মুশফিক জানালেন, ১০০ টেস্টে থামার কোনো ইচ্ছাই নেই তার। সামনে আরও কিছু টেস্ট খেলতে চান তিনি।

মুশফিকের ভাষ্য, ‘আল্লাহ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এতদিনে ১০০টা টেস্ট খেলেছি, সামনে আরও কয়েকটা খেলতে চাই। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি। দেশের হয়ে ১০০ টেস্ট খেলার সৌভাগ্য সত্যিই বিশেষ। আজও মনে হচ্ছে যেন প্রথম ম্যাচটাই খেলছি। নিজেকে ভাগ্যবান মনে হয়।’

অবশ্য ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেও প্রত্যাশিত ধসে পড়েনি আয়ারল্যান্ড। ধীরে-স্থিরে খেলতে খেলতে বাংলাদেশকে ৬০ ওভার বোলিং করতে বাধ্য করেছিল তারা। তবে শেষ পর্যন্ত হাসান মুরাদের টানা দুই বলে দুই উইকেটেই তাদের প্রতিরোধ ভেঙে যায়। 

আইরিশদের দ্বিতীয় ইনিংস থামে ২৯১ রানে। যদিও কার্টিস ক্যাম্ফার লড়াই চালিয়ে ৭১ রানে অপরাজিত ছিলেন, আর বাংলাদেশ জয় তুলে নেয় ২১৭ রানের বিশাল ব্যবধানে।

আরও পড়ুন: জয় দিয়েই মুশফিকের শততম ম্যাচ রাঙাল বাংলাদেশ

তরুণ ক্রিকেটার হিসেবেই দলে এসেছিলেন মুশি। ২০০৫ সালে লর্ডস টেস্টে অভিষেক হয়েছিল এই উইকেটরক্ষক ব্যাটারের। সময়ের পরিক্রমায় বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার তিনিই এখন। আর সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের ক্রিকেটকে আরও সামনে নিয়ে যেতে চান তিনি।

মুশফিক বলেছেন, ‘আমি সত্যিই ভাগ্যবান! সতীর্থদের সঙ্গে যা কিছু পারি, সব ভাগ করে নিতে পারছি। এক সময় নিজেকে তরুণ খেলোয়াড় মনে হতো, কিন্তু এখন আর তা নেই; এখন আমি দলে সিনিয়র, আর তরুণদের পথ দেখানোই আমার দায়িত্ব।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, ওরা আমার কাছ থেকেও শিখবে, অন্যদের কাছ থেকেও শিখবে। আশা করি, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারব।’

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫