মিরপুরে অপেক্ষা বাড়ছে বাংলাদেশের

২৩ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM
২ উইকেট হাতে নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে আইরিশরা

২ উইকেট হাতে নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে আইরিশরা © টিডিসি ফটো

ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনে আয়ারল্যান্ডকে অলআউট করতে আরও অপেক্ষা বাড়ল বাংলাদেশের। নির্ধারিত সময় শেষে প্রথম সেশনে অতিরিক্ত ২০ মিনিট যুক্ত করা হলেও শেষ দুটি উইকেট নিতে ব্যর্থ হয় স্বাগতিকরা। ফলে ২ উইকেট হাতে নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে আইরিশরা। জয়ের জন্য আরও দুটি উইকেট চাই স্বাগতিকদের। অন্যদিকে আরও দুটি সেশন নিরাপদে কাটাতে পারলেই ড্র হবে এই টেস্ট।

এই সেশনে ৩৯ ওভারেও আয়ারল্যান্ডের ইনিংস গুটিয়ে আনতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ২৬৩ রান নিয়ে লাঞ্চে গেছে আইরিশরা। ক্যাম্ফার এবার প্রতিরোধ গড়ছেন গ্যাভিন হোয়ের সঙ্গে। লাঞ্চের আগে ৬৯ বল মোকাবিলায় যোগ করেছেন ২৬ রান। এখনও বাংলাদেশের লক্ষ্য থেকে আয়ারল্যান্ড পিছিয়ে ২৪৬ রানে।

আরও পড়ুন: তাইজুলের কাছে রেকর্ড হারিয়ে তাকে ঘিরেই বড় প্রত্যাশা সাকিবের

এর আগে, পঞ্চম ও শেষ দিনের শুরু থেকেই দৃঢ়ভাবে ব্যাট করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ আউট করেন তাইজুল। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলাতে পারেননি আইরিশ ব্যাটার। আউট হওয়ার আগে ৫৩ বলে ২১ রান যোগ করেন ম্যাকব্রাইন। এ উইকেটটি তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ২৫০তম শিকার হিসেবেও জায়গা করে নেয়।

পরে ৭০ দশমিক ৪ ওভারে রান দুই শ’ ছাড়ায় আয়ারল্যান্ডের। ধীরস্থির ব্যাটিংয়ে ক্যাম্ফার তুলে নেন নিজের প্রথম টেস্ট ফিফটি। তাকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন আরেকপ্রান্তে থাকা জর্ডান নিল। তবে মেহেদী হাসান মিরাজের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ৪৬ বলে ৩০ রানে থামে নিলের ইনিংস। এতে ভাঙে তাদের ৮৫ বলে ৪৮ রানের জুটিও।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫