তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল বাংলাদেশ

০৯ নভেম্বর ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৬:০৭ PM
আজিজুল হাকিম তামিম

আজিজুল হাকিম তামিম © সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর টানা দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল আজিজুল হাকিম তামিমের দল। এবার সিরিজ বাঁচাতে পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। এমন ম্যাচে অধিনায়ক তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ২ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় লাল-সবুজেরা। এতে ২-২ সমতায় শেষ হয় পাঁচ ম্যাচের সিরিজ।

রবিবার (৯ নভেম্বর) শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে আফগান যুবারা। জবাবে ৪৫ দশমিক ৫ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক যুবারা।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার শাহরিয়ার আহমেদ মাত্র ৩ রান করে আউট হওয়ায় ২০ রানেই উদ্বোধনী জুটি ভাঙে। তিনে নেমে উইকেটে থিতু হলেও কালাম সিদ্দিকি অ্যালেন ১৫ রান (২৫ বল) করেন।

৪১ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক তামিম ও রিজান হোসেন মিলে তৃতীয় উইকেট জুটি গড়ে ৪৪ রান যোগ করেন। রিজান আউট হলে নতুন ব্যাটার আবদুল্লাহ ১ রানে আউট হয়ে দলের এক শর আগেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

পঞ্চম উইকেটে ফরিদ হাসানের সঙ্গে ৫৪ রান যোগ করে দলকে জয়ের পথে রাখেন তামিম। শেষদিকে দেবাশীষ দেবা ও সামিউন বশির আউট হওয়ায় দল কিছুটা বিপদে পড়লেও, একপ্রান্ত আগলে রেখে ১১৮ বলে ১০০ রান করে দলের জয় নিশ্চিত করেন তামিম। নতুন ব্যাটার স্বাধীন প্রথম বলেই চার মেরে দলকে জিতিয়ে দেন।

এর আগে, ওসমান সাদাতের ৬৮ ও মাহবুব খানের ৪০ রানের ইনিংসে ২০৮ রান করে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন সামিউন বশির।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫