যা দেখছি, প্রথম লাগছে: বুলবুল

০৬ অক্টোবর ২০২৫, ০২:৪৬ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত ছবি

নানা নাটকীয়তা, বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের পর অবশেষে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন বিসিবি সভাপতি এবং পরিচালক পদের প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচন শুরুর আগেই নিশ্চিত হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালক হওয়া। এবার ভোট দিলেন ঢাকা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে।

ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে বুলবুল বলেন, ‘আমি তো আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। যা-ই দেখছি, প্রথম লাগছে। যা বলার নির্বাচন শেষ হলে বলব।’

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলবে আজ বিকেল ৪টা পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় জানানো হবে বোর্ড পরিচালক পদে ভোটের প্রাথমিক ফলাফল। এরপর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় নির্ধারিত হবেন বিসিবির সভাপতি ও দুই সহসভাপতি, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে রাত ৯টায়।

এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে ২৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হবেন দুজন, বাকি ২৩ জন নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫