সিরিজ জয়ে প্রশংসার পরও জাকের আলী অনিককে নিয়ে রয়ে গেছে যেসব প্রশ্ন

০৪ অক্টোবর ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:০৩ PM
জাকের আলী

জাকের আলী © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি খেলায় জয় দিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুটি ম্যাচেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নেমেছে এবং বেশ সুবিধাজনক অবস্থানে থেকেও আফগানিস্তানকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের এই দলটির অধিনায়ক জাকের আলী অনিককে নিয়ে উঠেছে প্রশ্ন।

একদিকে অধিনায়কত্ব, আরেকদিকে ব্যাট হাতে দুরবস্থা সব মিলিয়ে ক্রিকেট সমর্থক ও বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, যিনি দলেই নিশ্চিত নন তিনি কীভাবে অধিনায়ক?

আবার কেউ কেউ বলছেন জাকের আলীর অধিনায়কত্ব ভালো, তবে ব্যাটিং-এ উন্নতি আসা দরকার। এশিয়া কাপ ২০২৫-এ শ্রীলংকার বিপক্ষে দলের বিপর্যয়ে ৩৪ বলে অপরাজিত ৪১ রান তোলার পরে জাকের আলী অনিক আফগানিস্তানের বিপক্ষে ১৩ বলে ১২, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ৪ বলে ৯, ভারতের বিপক্ষে ৫ বলে ৪ ও পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে করেছেন ৯ বলে ৫ রান।

এখানে প্রায় ৬৬ বল খেলে জাকের আলী একটিও ছক্কা মারতে পারেননি। অথচ তার নামের পাশে 'ফিনিশার' তকমা দেওয়া।

ক্রিকেট সাংবাদিক দেব চৌধুরীর মতে, ‘একজন ক্রিকেটার যদি দিনের পর দিন পারফর্ম না করেন এবং তাতেও সুযোগ পেতে থাকেন, এটা দলের মধ্যে মন খারাপের আবহ তৈরি করতে পারে। বিশেষত যখন আপনি দেখবেন তার বিকল্প বা সমমানের অন্য খেলোয়াড় আছেন যারা সুযোগ পাচ্ছেন না।’

এক্ষেত্রে তিনি যোগ করেন শুধু জাকের আলীই না, পারভেজ ইমন, তানজিদ তামিম যথেষ্ট সুযোগ পেয়েও এবারের এশিয়া কাপে যে রান করেছেন তা হতাশাজনক।

তাই দেব চৌধুরী বলছেন, ‘তাদের সম্ভাব্য বিকল্প যারা আছেন তাদের ঘরের মাটিতে সামনে যেসব সিরিজ আছে সেখানে বাজিয়ে দেখা যেতে পারে।’ অধিনায়ক হিসেবে কেমন জাকের আলী, এ প্রশ্নের উত্তরে কেউই একেবারে খারাপ বলছেন না।

বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত অনুসারী উদয় সিনা বলেন, ‘জাকের আলীকে লম্বা সময়ের অধিনায়কত্ব নিয়ে ভাবার প্রশ্নেই আমি আসলে যাবো না। তবে এখন পর্যন্ত যেমন দেখছি জাকের আলীর অধিনায়কত্ব খারাপ না।’

তার মতে, একজন উইকেট কিপার হিসেবে উইকেটের পেছন থেকে যেমন হওয়ার কথা, দলকে উজ্জীবিত করা এবং ফিল্ডের নানা আঙ্গিকে নজর রাখা, ঠিক তেমনই পারফর্ম করছেন জাকের।

বিশেষত ভারতের বিপক্ষে ম্যাচটার কথা বলছেন তিনি, ‘ভারত যেভাবে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল রান ২০০ ক্রস করবে, তবে জাকের যেভাবে ফিল্ড ঠিক করেছেন, বোলারদের বদল করেছে তার একটা প্রভাব দেখা গেছে। শেষ পর্যন্ত ভারত ১৭০-ও করতে পারেনি।’

অধিনায়কে দায়িত্বে জাকের আলীর সবল দিকের প্রসঙ্গে আবিদ হুসেইন সামি বলছিলেন, ‘কখন কোন ব্যাটার আসলে কোন বোলারকে আনতে হবে, আগের ওভারে ভালো করা বোলারকেও না এনে অন্য বোলারকে আনা, বোলারের প্রান্ত পরিবর্তনের বিষয়গুলো ভালো ছিল। খারাপ পারফরম্যান্স এর সমালোচনা করার সাথে সাথে যে ডিপার্টমেন্টে ভালো করেছেন, ক্রিকেটীয় দিক থেকে সেটা বলতে হবে।’

তবে লিটন দাস দলে ঢুকলে জাকেরকে সহ-অধিনায়ক হিসেবেও দেখেন না বলেও জানান তিনি। 

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫