৩ উইকেট নিয়ে সোনায় মোড়ানো আইফোন পেলেন রিশাদ

২৪ মে ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০১:২১ AM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের জার্সিতে সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে বিবর্ণ থাকলেও বল হাতে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। সালমান মির্জা টপ-অর্ডার গুঁড়িয়ে দেওয়ার পর রীতিমত ম্যাজিক দেখান বাংলাদেশের এই লেগি। ৩ উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে তুলতে বড় অবদান রিশাদের।

এদিকে ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে লাহোর কর্তৃপক্ষ। দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট শিকার করায় তিন সতীর্থ সালমান মির্জা, কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈমের সঙ্গে রিশাদ-ও আইফোন পেয়েছেন।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে ভালো পারফর্ম করা ৪ জনকে আইফোন উপহার দেন লাহোর ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামিন রানা। একে একে ৩ উইকেট নেওয়া পেসার সালমান, ২৫ বলে ৫০ রান করা নাঈম ও ৩৫ বলে ৬১ রান করা পেরেরার নাম ঘোষণা করা হয়। 

এরপর ক্লাব পরিচালক সামিন রানা বলেন, ‘পুরস্কার দেওয়া হবে চারটি। তিনটি দেওয়া শেষ। সর্বশেষটা কে পেতে পারেন?’ 

সে সময়ে ড্রেসিংরুমে কয়েক সেকেন্ড সবাই চুপ। হুট করেই রিশাদের নাম শোনা যায়।

বাংলাদেশি এই তারকাকে প্রশংসায় ভাসিয়ে সামিন রানা বলেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিলে, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’

উল্লেখ্য, পিএসএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন রিশাদ। ওভারপ্রতি ৯ দশমিক ১০ রান দিয়েছেন এই লেগি।

ট্যাগ: রিশাদ
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়াকে আজ চিরবিদায় জানাবেন দেশের মানুষ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০১০ সালে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পরে পাঠানো হয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫