এনবিআরের প্রধান ফটকের সামনে চলছে শাটডাউন কর্মসূচি

২৮ জুন ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানানো ব্যানার

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানানো ব্যানার © সংগৃহীত

কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ শনিবার সকাল থেকে আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে চলছে এ কর্মসূচি।

পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচিও চলমান থাকার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে কার্যালয়ে আইডি কার্ড দেখানোর পর কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আন্দোলনকারীদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এর আগে শুক্রবার এনবিআরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সব দপ্তর-সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে কিংবা দেরিতে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে, মাঠ পর্যায়ের দপ্তরে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এমন বাস্তবতায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পাল্টা এক বিবৃতিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেয়। কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও জানানো হয়।

আরও পড়ুন: মেট্রো স্টেশনের নিচে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

গত ২১ জুন সংবাদ সম্মেলনে করে ২৩ জুন থেকে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি কর্মসূচি পালন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতির আন্দোলন করে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।

আর ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। ফলে ২৬ মে কলম বিরতির কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর। তবে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও চেয়ারম্যানকে অসহযোগিতা করার ঘোষণা দেয় এনবিআর  সংস্কার ঐক্য পরিষদ।

রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫