গোপালগঞ্জে যুবক কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫২ PM
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল © টিডিসি

গোপালগঞ্জ সদরের চরপাথালিয়া এলাকায় আল আমিন মোল্লা (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আল রাফি শেখ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত আল আমিন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের লায়েব আলী মোল্লার ছেলে। গ্রেপ্তার রাফি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারইপাড়া গ্রামের আসলাম শেখের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আল আমিন পেশায় একজন গাড়িচালক ছিলেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দোলা পাম্পের পাশে একটি গ্যারেজে গাড়ির কাজ করাচ্ছিলেন তিনি। এ সময় মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে আল রাফি শেখের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাত ১২টার পর আল রাফি শেখের নেতৃত্বে ৪-৫ জন যুবক আল আমিনের পথরোধ করে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারইপাড়া গ্রামের আসরাম শেখের ছেলে আল রাফি শেখকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬