ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ PM
লাইনচ্যুত হওয়া বগি

লাইনচ্যুত হওয়া বগি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনের আউটারে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

হঠাৎ ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ ডাউনলাইনে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ঢাকার সঙ্গে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এতে চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার মো. শাকির জাহান জানান, বিকেলে  ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর আউটার এলাকায় মাঝখানের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দু্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫