চাঁদপুরে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২৪ জুন ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:৩৫ AM
অটোরিকশা চোর চক্রের গ্রেপ্তার পাঁচ সদস্য

অটোরিকশা চোর চক্রের গ্রেপ্তার পাঁচ সদস্য © টিডিসি

চাঁদপুরের কচুয়া থানা-পুলিশের অভিযানে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চুরি হওয়া দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুর রহমান (২৫), মো. মানিক হোসেন (২৮), শাহাদাৎ হোসেন (২৪), মো. সোহাগ হোসেন (২৮) ও মো. রাজু মিয়া (২৬)। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, কচুয়া উপজেলার কড়ইয়া এলাকার ব্যবসায়ী মো. জামাল হোসেন ছয় মাস আগে দোকানের মালামাল পরিবহনের জন্য মো. আবুল কালামের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকায় নেভি ব্লু-রঙের একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন। গত ২০ জুন জুমার নামাজ পড়তে গিয়ে অটোরিকশাটি পশু হাসপাতালের পাশের সড়কে রেখে যান তিনি। নামাজ শেষে এসে দেখেন তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে।

আরও পড়ুন: লবণ ছাড়াই পশুর চামড়া সংরক্ষণে রাবি অধ্যাপকের সাফল্য

এরপর ২১ জুন রাত ৯টার দিকে একই কায়দায় চুরি হয় রকিবুল ইসলামের সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিকশাও। দুটি ঘটনারই এজাহারভুক্ত মামলার পর কচুয়া থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রের সন্ধান পায়।

তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় চক্রের আরও দুই সদস্য মো. মানিক হোসেন ও শাহাদাৎ হোসেনকে। তাদের দেওয়া তথ্যে দক্ষিণ বাজার এলাকায় একটি গ্যারেজ থেকে চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

পরে একই রাতে আরও দুই সদস্য মো. সোহাগ হোসেন ও মো. রাজু মিয়াকে কচুয়া-নবাবপুর সড়কের উজানী ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে রকিবুল ইসলামের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫