এক নজরে জাবির বিষয়ভিত্তিক আবেদন যোগ্যতা
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ মে ২০২২, ০৯:১৪ PM , আপডেট: ১৮ মে ২০২২, ০৯:১৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ১০টা থেকে এ আবেদন শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া আগামী ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
জাবির ভর্তি আবেদনে বেশ কিছু বিষয়ে পরিবর্তন এসেছে। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেসব বিষয়ে জানা জরুরি। জেনে নেওয়া যাক, জাবির ভর্তি আবেদনের বিষয়ভিত্তিক যোগ্যতা বিষয়ে___
আবেদনের যোগ্যতা: এসএসসি ২০১৮ এবং এইচএসসি ২০২০ ও ২০২১ সালের পাস করা শিক্ষার্থীরা ভর্তি আবেদনের জন্য যোগ্যতা অর্জন করবেন। তবে বিষয়ভিত্তিক কিছু শর্তও রয়েছে। শর্তগুলো নিম্নে বর্ণিত হলো____
A ইউনিট (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
- গণিত→ মোট জিপিএ ৮.০০→(গণিতে A- (মাইনাস) গ্রেড
- পরিসংখ্যান→ মোট জিপিএ ৮.০০→(পরিসংখ্যান/গণিতে A- গ্রেড)
- রসায়ন→ মোট জিপিএ ৮.৫০ →(রসায়নে A এবং গণিতে A- গ্রেড)
- পদার্থবিজ্ঞান→ মোট জিপিএ ৮.০০→(পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড)
- ভূতাত্ত্বিক বিজ্ঞান → মোট জিপিএ ৮.৫০→ (পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং → মোট জিপিএ ৯.০০ ( পদার্থবিজ্ঞান ও গণিতে A+ গ্রেড)
- পরিবেশ বিজ্ঞান → মোট জিপিএ ৮.৫০ (গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A- (মাইনাস) গ্রেড।
- ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি →মোট জিপিএ ৯.০০(পদার্থ ও গণিত/পরিসংখ্যানে A গ্রেড)
B ইউনিট (সমাজবিজ্ঞান ও আইন অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসা শিক্ষা/সমমান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫০ ও আইন অনুষদের জন্য ৪.০০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
- অর্থনীতি→ মোট জিপিএ ৮.০০ ( ইংরেজিতে A- ও গণিতে A গ্রেড)
- ভূগোল ও পরিবেশ→ মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
- সরকার ও রাজনীতি→ মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
- নৃবিজ্ঞান→ মোট জিপিএ ৮.০০ (বাংলায় ও ইংরেজিতে A-(মাইনাস) গ্রেড
- নগর ও অঞ্চল পরিকল্পনা→ মোট জিপিএ ৮.০০ (ইংরেজিতে A-(মাইনাস) ও গণিতে A গ্রেড
- লোক প্রশাসন→ মোট জিপিএ ৮.০০ (ইংরেজিতে A গ্রেড
- আইন ও বিচার→ (ক) উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা: মোট জিপিএ ৮.৫০ (খ) মানবিক/ব্যবসা শিক্ষা/সমমান শাখা: মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজীতে A মাইনাস গ্রেড তবে, A লেভেল পদ্ধতির শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজিতে পৃথকভাবে নুন্যতম B গ্রেড পেতে হবে।
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মানবিক/বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/সমমান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
- বাংলা→ মোট জিপিএ ৮.০০ (বাংলায় A- গ্রেড ও ইংরেজিতে B গ্রেড)
- ইংরেজি→ মোট জিপিএ ৮.০০ ( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে ইংরেজিতে A গ্রেড)
- ইতিহাস→ মোট জিপিএ ৮.০০ (ইংরেজিতে ও বাংলায় A- (মাইনাস) গ্রেড
- দর্শন→ মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
- প্রত্নতত্ত্ব→ মোট জিপিএ ৮.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
- আন্তর্জাতিক সম্পর্ক→মোট জিপিএ ৮.০০ (ইংরেজিতে A+ (মাইনাস) গ্রেড
- জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ→মোট জিপিএ ৮.০০ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
- নাটক ও নাট্যতত্ত্ব→ মোট জিপিএ ৭.০০ (বাংলাসহ যেকোন একটি বিষয়ে নুন্যতম A- (মাইনাস) গ্রেড থাকতে হবে।
- চারুকলা - মোট জিপিএ ৭.০০ (বাংলা ও ইংরেজিতে A- গ্রেড)
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
- উদ্ভিদবিজ্ঞান→ মোট জিপিএ ৯.০০(জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
- প্রাণিবিদ্যা→ মোট জিপিএ ৯.০০(জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
- ফার্মেসী→ মোট জিপিএ ৯.০০ (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ও গণিত থাকতে হবে এবং রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A গ্রেড থাকতে হবে)
- প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান→ মোট জিপিএ ৯.০০(রসায়ন ও জীববিজ্ঞানে A (মাইনাস) গ্রেড
- মাইক্রোবায়োলজি→মোট জিপিএ ৯.০০ (রসায়নও জীববিজ্ঞান ও ইংরেজিতে A (মাইনাস) গ্রেড
- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং →মোট জিপিএ ৯.০০ (রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A গ্রেড)
- পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স →মোট জিপিএ ৯.০০ (রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A গ্রেড)
E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্টেশন): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজনেস স্ট্যাডিজ অনুষদের জন্য ব্যবসা শিক্ষা/মানবিক/সমমান শাখায় নুন্যতম জিপিএ ৩.৭৫ ও বিজ্ঞান শাখায় নুন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে। আইবিএ-জেইউ এর জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
ডিপার্টমেন্ট এবং সাবজেক্ট পেতে হলে নূন্যতম শর্তসমূহ:
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং
- মার্কেটিং
- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
- ম্যানেজমেন্ট স্টাডিজ
উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা ৮.৫০ এবং ব্যবসা/মানবিক ও অন্যান্য শাখা মোট জিপিএ ৮.০০ পেতে হবে এবং ইংরেজী এবং গণিত / পরিসংখ্যান / অর্থনীতি / হিসাববিজ্ঞান/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় A- (মাইনাস) গ্রেড থাকতে হবে।
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি): বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২ এবং আইসিটি ৮ নম্বর।
বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ): বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ গণিত ০৫, এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ ২৫ নম্বর।
সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): বাংলা ও ইংরেজি ৮, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা ২২ এবং বুদ্ধিমত্তা ৪ নম্বর।
ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ): বাংলা ১০, ইংরেজি ৩০, গণিত ২৫ এবং সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী ১৫ নম্বর।