মেসেঞ্জার গ্রুপে তর্কাতর্কি, চবি শিক্ষার্থীকে মারধর ছাত্রলীগের

হামলায় গুরুতর আহত চবি কফিল
হামলায় গুরুতর আহত চবি কফিল  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়েছে।

রবিবার (২৭মার্চ) দুপুর ১ টার দিকে আইন অনুষদের পাশ্বে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী কফিল উদ্দিন সামি আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কফিল ক্লাস শেষে আইন অনুষদ থেকে বের হয়ে মেডিকেল সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় উৎ পেতে থাকা ৫-৬ জন সিক্সটি নাইন গ্রুপের কর্মী অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন: চবিতে দুই ভর্তিচ্ছুকে পেটাল ছাত্রলীগ

ভুক্তভোগীর সহপাঠীরা জানায়, কফিলের সাথে ক্লাসের মেসেঞ্জার গ্রুপে তর্কাতর্কি হয় সিক্সটি নাইনের কর্মী নাঈমের। এর জেরেই এমন অতর্কিত হামলা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক আবু তৈয়ব বলেন, ছেলেটির মাথা খুব খারাপভাবে ফেটেছে। এছাড়াও সম্পূর্ণ শরীরে জখম ছিল। তাকে চমেকে পাঠানো হয়েছে।

এদিকে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত নন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ঘটনাটি ব্যাপারে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ