চবিতে দুই ভর্তিচ্ছুকে পেটাল ছাত্রলীগ

চবি ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে সম্পন্ন হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
চবি ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে সম্পন্ন হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে আসা দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনার ভুক্তভোগী দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে রেল স্টেশনের প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার এক শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। অপরজনের নাম আকতার হোসেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

ভুক্তভোগী এক ছাত্রের বড় ভাই বলেন, পরীক্ষা দিয়ে স্টেশন এলাকায় আসলে কিছু ছেলে আমার ভাই ও তার বন্ধুদের ডাক দেয়। আমার ভাই অসুস্থ লাগছে বলায় ও সেখান থেকে চলে আসতে চাইলে এক পর্যায়ে তারা তাকে মারধর করে।

তিনি বলেন, তাদের গায়ে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের টিশার্ট ছিলো। আমরা প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, শুনেছি কী একটা ঝামেলা হয়েছে। তবে কাদের সাথে কার তা এখনো জানতে পারিনি। ভর্তিচ্ছুদের সাথে কারো ঝামেলা হওয়ার কথা না।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল গণমাধ্যমকে বলেন, ভর্তি পরীক্ষার্থীরা মেহমান। তাদের সাথে এমন আচরণ কোনোভাবে যৌক্তিক নয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মিটিং থেকে বের হয়ে ঘটনাটা জানলাম। এখনো কোনো অভিযোগ পাইনি। সহকারী প্রক্টররা খোঁজ নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ