ভর্তি পরীক্ষার সিলেকশন পদ্ধতি নিয়ে যা বললেন রাবি প্রো-ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭ AM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৮ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি নিয়ে অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে ভর্তিচ্ছুরা। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ বহাল রাখারও দাবি জানিয়ে আসছে তারা।
গত ৯ ফেব্রুয়ারি ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীরা বলেন, ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় ১৪ লাখ শিক্ষার্থী অটোপাস করেছেন। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মিলে ১ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। বাকি ১৩ লাখ শিক্ষার্থী কোথায় যাবে? এর মধ্যে ১ লাখ ৬২ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত। আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই। একই সঙ্গে পরীক্ষার আগে সিলেকশন পদ্ধতিরও বাতিল চাই আমরা। পরীক্ষা দিয়েই মেধা যাচাই করা হোক।
আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক গোলাম সাব্বিরের সঙ্গে দেখা করেন। তার আশ্বাসে আন্দোলন স্থগিত করে ভর্তিচ্ছুরা। ভিসি তখন বলেছিলেন, ভর্তিচ্ছুদের দাবিগুলো যৌক্তিক। তাদের দাবি বাস্তবায়নের চেষ্টা করবো।
আরও পড়ুন- সেকেন্ড টাইমের দাবিতে বড় জমায়েত ২৭ ফেব্রুয়ারি
সূত্র জানায়, এ মাসেই হতে পারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। সেখানে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ও সিলেকশন পদ্ধতি নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। বিশ্ববিদ্যালয়টির অনেক শিক্ষকও শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক সুলতান-উল ইসলাম জানান, আমরা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে চাই। শিক্ষার্থীরা যে দুইটি বিষয় নিয়ে দাবি জানিয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ একাডেমিক কাউন্সিলের সদস্যদের সভায় সিদ্ধান্ত নেয়া হবে। খুব দ্রুতই আমরা সবাইকে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো বলে আশা করি।