ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি উপাচার্যের শ্রদ্ধা
ঢাবি উপাচার্যের শ্রদ্ধা  © টিডিসি ফটো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টায় প্রভাত ফেরীতে অংশ নিয়ে শ্রদ্ধা জানান তারা। প্রভাত ফেরীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন অংশ নেয়।

সাড়ে ছয়টায় উপাচার্যের বাসা থেকে র‌্যালী শুরু হয়ে প্রথমে আজিমপুর কবরস্থানে যায়। সেখানে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য। পরে র‌্যালীটি পলাশী মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে। উপাচার্যের নেতৃত্বে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, আবাসিক হল শ্রদ্ধা নিবেদন করে।

আরও পড়ুন- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূঁইয়া, মার্কেটিং এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংসগঠনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, মার্কেটিং এলামনাই এসোসিয়েশন, চতুর্থ শ্রেণির কর্মচারী ইউনিয়ন।


সর্বশেষ সংবাদ