রাবির ২১১ আসন ফাঁকা, তৃতীয়বারের মত বাড়ল ভর্তির সময়সীমা

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু ভর্তি হতে পারবেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম স্বাক্ষরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: এবারে রাবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৩১ শিক্ষার্থী

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে কোটা বাদে এখনো ২১১টি আসন ফাঁকা পড়ে আছে।আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম বলেন, বিভিন্ন বিভাগে আসন ফাঁকা থাকার কারণে পুনঃরায় ভর্তির সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: ৭৪ শতাংশেরও বেশি আসন ফাঁকা শাবিপ্রবিতে

এর আগে, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম গত ১৫ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। আর একাডেমিক কার্যক্রমের সময় ১ ডিসেম্বরের বদলে ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে বিশেষ কোটা বাদে চার হাজার ১৭৩টি আসন রয়েছে। এর মধ্যে দুই ধাপের ভর্তি সময় বাড়ানোর পরও এখনো ২১১টি আসন ফাঁকা পড়ে আছে। কাঙ্খিত  যোগ্য ভর্তির খোঁজে এবার তৃতীয় ধপায় বাড়ল আবেদনের সুযোগ।


সর্বশেষ সংবাদ