ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান চলবে না জাবিতে

ইঞ্জিনচালিত রিকশা
ইঞ্জিনচালিত রিকশা  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ইঞ্জিনচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: করোনা: আবাসিক হল বন্ধসহ ৫ দাবি বুটেক্স শিক্ষার্থীদের

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইঞ্জিনচালিত রিকশা, ইজিবাইক, ভ্যান, নছিমন ইত্যাদি যানবাহনের বেপরোয়া চলাচলের ফলে আশঙ্কাজনক হারে দূর্ঘটনা ঘটে চলছে । এসব পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইঞ্জিনচালিত এসব যানবাহন নিষিদ্ধ করা হলো। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত পায়ে চালিত রিক্সা চলাচল করবে।

এছাড়া শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ২ টি রুটে বাস চলাচলের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাসগুলো ১ ঘন্টা পর পর নির্দিষ্ট রুটে চলতে থাকবে।

আরও পড়ুন: মেসে আপত্তিকর অবস্থায় ইবি ছাত্র-ছাত্রী

এর আগে, ৪ জানুয়ারি দুইটি ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের পূজা মজুমদার নামের এক শিক্ষার্থী আহত হন। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানিয়ে আসছে।


সর্বশেষ সংবাদ