ঢাকা বিশ্ববিদ্যালয়

হলে থাকতে অবিবাহিত হওয়া শর্ত হতে পারে না: মহিলা পরিষদ

২১ ডিসেম্বর ২০২১, ০৮:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহিলা পরিষদের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহিলা পরিষদের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বিবাহিত মেয়েদের থাকার বিষয়ে বিধি-নিষেধ আরোপে উদ্বেগ-বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে হলে থাকার জন্য নারী শিক্ষার্থীদের অবিবাহিত হওয়া কোনো শর্ত হতে পারে না বলে মন্তব্য করেছে সংগঠনটি। তাছাড়া বিবাহিত ছাত্রীদের সিট বাতিলের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছে মহিলা পরিষদ।  

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ আহবান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেকোনো শিক্ষার্থীর জন্য একটি স্বপ্নের নাম, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এখানে যারা লেখাপড়া করে তারা ভর্তিযুদ্ধের মাধ্যমে তাদের মেধার যোগ্যতায় এখানে ভর্তি হবার সুযোগ পায়। যে প্রতিযোগিতায় বিবাহিত-অবিবাহিত কিংবা নারী-পুরুষ বলে কোনো ভেদাভেদ থাকে না। তেমনি ভর্তি হবার পর হলে সিট পাওয়া সকলের সমঅধিকার। হলে থাকার জন্য নারী শিক্ষার্থীদের অবিবাহিত হওয়া কোনো শর্ত হতে পারে না, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসার আগেই অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। বরং বিবাহিত হবার পর যে সকল মেয়েরা তাদের লেখাপড়া চালিয়ে যায় তাদের জীবনযুদ্ধটা আরও কঠিন। তাই বিবাহিত মেয়েদের আবাসন সংকটের সমাধান না করলে অনেক বিবাহিত মেয়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শুরুতেই ঝরে যাবে। এই বিধি-নিষেধ নারী উচ্চশিক্ষা উন্নয়নের লক্ষের সঙ্গেও সাংঘর্ষিক।

মহিলা পরিষদ মনে করে এর ফলে নারীর উচ্চশিক্ষা ও মেধা বিকাশের পথ রুদ্ধ হবে। অবিলম্বে সকল দিক বিবেচনা করে বিবাহিত মেয়েদের হলে থাকার বিষয়ে যে বিধি-নিষেধ আরোপিত হয়েছে, তা পুনঃবিবেচনা করে এই বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আহবান জানান তারা।

ইসলামি দলগুলো নারী প্রার্থীদের কীভাবে গ্রহণ করেছে—জানালেন ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ মনোনয়ন প্রত্যা…
  • ০২ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!