জাবির হলে থাকতে পারবে না ভর্তি পরীক্ষার্থীরা
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১১:৩২ AM , আপডেট: ২৭ অক্টোবর ২০২১, ১১:৩২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারবেন না।
মঙ্গলবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে স্বাক্ষর করেছেন জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসময় ভর্তি পরীক্ষার্থী, তাদের আত্মীয়-স্বজনসহ বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না।
করোনাকালীন স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সবাকে বিশ্ববিদ্যালয়ের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।