জাবির ৪৯তম ব্যাচের জন্য হলের দ্বার খুলবে ৩০ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উঠতে পারবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (৪৯তম ব্যাচের) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর থেকে ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা স্ব স্ব হল প্রভোস্টের সাথে যোগাযোগ করে হলে উঠতে পারবে।

গত ১১ অক্টোবর ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছাড়া বাকি সকল ব্যাচের শিক্ষার্থীদের জন্য জাবির আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়। পরে ২১ তারিখ থেকে সশরীরে ক্লাস শুরু হয়।

তবে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে হলে উঠতে না পেরে ওইদিন মানববন্ধন করে ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, প্রথম বর্ষের শিক্ষার্থীদের দ্রুত হলে ওঠানোর জন্য চেষ্টা করছেন তারা। তার ১৫ দিন পরে জানানো হল, ৪৯তম ব্যাচের শিক্ষার্থীরা ৩০ নভেম্বর থেকে হলে উঠতে পারবে।  


সর্বশেষ সংবাদ