‘কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট’ অ্যাওয়ার্ড পেলেন জাবি অধ্যাপক

 নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান  © ফাইল ছবি

কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জাবি শিক্ষক সমিতি এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড অর্জনের জন্য অধ্যাপক মো. শফিক-উর-রহমানকে আন্তরিক অভিনন্দন জানায়।

এতে বলা হয়, গবেষণা কর্মের স্বীকৃতি স্বরূপ মর্যাদাপূর্ণ কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান। পাবলিক বাইক-শেয়ারিং শিমস (পিবিএসএস): প্রসপেক্টস ইন বাংলাদেশ শীর্ষক তাৎপর্যপূর্ণ গবেষণা প্রবন্ধের জন্য তিনি এবছর এই পুরস্কার লাভ করেন।

এর আগে অধ্যাপক শফিক রহমান ২০১৭ সালে কমনওয়েলথ ফেলো এবং ২০০৯ সালে কমনওয়েলথ স্কলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।


সর্বশেষ সংবাদ