সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলেও বিশ্ববিদ্যালয় বন্ধ কেন, প্রশ্ন মান্নার

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:২২ PM
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না © টিডিসি ফটো

করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে বিগত কয়েকদিন থেকে দেশে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রয়েছে। এরপরেও বিশ্ববিদ্যালয়গুলো কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড্ডায় পাঠাও চালকের বাইকে পোড়ানোর ঘটনায় নাগরিক যুব ঐক্যের আয়োজিত ‘প্রতিবাদী অবস্থান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেছেন।

মান্ন বলেন, ১৮ মাস সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এই ১৮ মাসের বেতন নিয়েছেন কেন? এখন সংক্রমণের হার পাঁচ শতাংশের নিচে, তাহলে বিশ্ববিদ্যালয় খুলে দিচ্ছেন না কেন? লাইব্রেরি যদি খুলতে পারেন, হল খোলেন না কেন? হল যদি খোলা যায়, তাহলে বিশ্ববিদ্যালয় খোলা যায় না কেন?

তবে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে রুটিন অনুযায়ী স্বাস্থ্যবিধি মেন ক্লাস হচ্ছে। এছাড়া গত ২৭ সেপ্টেম্বরের পর দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার হবে বলে জানা গেছে। তবে এখনো বিশ্ববিদ্যালয়গুলো বন্ধই রয়েছে।

সরকারকে উদ্দশ্যে করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আস্তে আস্তে খুলে দেখছেন বিপদ আছে কিনা, তাই তো? যদি বিপদ দেখেন তাহলে বলবেন, ইনফেকশন বেড়ে গেছে।’

সরকার করোনা নিয়ে মিথ্যাচার করছে দাবি করে তিনি বলেন, প্রতিদিন কতজন লোক আক্রান্ত হলো, কতজন লোকের মৃত্যু হলো- সে ব্যাপারে সরকার নিয়মিত মিথ্যা কথা বলছে। তাদের সব তথ্য বানানো। এইভাবে পুরো জাতির সঙ্গে ভাওতাবাজী করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তারা।

এদিকে, আজ বুধবার দেশে ১৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৭৮ জনের দেহে।

বিগত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে কমতে কমতে বর্তমানে করোনার সংক্রমণ ৫ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৯৯টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ৪ দশমিক ১২ জনের মধ্যে।

প্রখ্যাত ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পরপর দুই সপ্তাহ করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে করোনা পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ আছে বলে বিবেচনা করা যায়। তবে এই সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে।

আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬