করোনায় এক দিনেই মারা গেলেন হাবিপ্রবির দুই কর্মচারী

০৩ জুলাই ২০২১, ০৮:৩৪ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) © টিডিসি ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়ে  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন শাখায় মাস্টাররোলে কর্মরত মঞ্জুরুল ইসলাম (৫০) ও নিরাপত্তা শাখায় কর্মরত আবু বকর (৫৬) নামে দুজন কর্মচারী মারা গেছেন।

গাড়ি চালক মঞ্জরুল ইসলামের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মফিজুল ইসলাম। তিনি জানান, মঞ্জরুল দীর্ঘদিন ধরে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেলে চিকিংসাধীন ছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে আমি প্রতিদিন তার খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি। গতকাল শুক্রবারও (২ জুলাই) তার পরিবারের মানুষের সাথে মুঠোফোনে কথা হয়েছে। কিন্তু রাত ১০টায় জানতে পারলাম তিনি আর আমাদের মাঝে নেই। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক সেই প্রার্থনা করি।

এদিকে, একই দিন রাত ১১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে নিরাপত্তাকর্মী আবু বক্কর (৫৬) মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. রবিউল ইসলাম।

জানা যায়, অসুস্থতা বোধ করায় আবু বক্কর এম. আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউতে নেয়া হয়। এর কিছুক্ষণ পরেই সকলের মায়া ত্যাগ করে তিনি পরপারে চলে যান। 

বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীর আকর্ষিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। মঞ্জুরুল ইসলাম ও আবু বক্করের অকাল মৃত্যুতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীসহ সকলকে নিরাপদে চলাচল করার আহবান জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ১৫, আবেদন শেষ আগামী…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগসহ ৬ দাবি পূরণ করা হবে: জামায়াত …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আপ্যায়নের জন্য বিএনপির বিদ্রোহী প্রার্থীকে ৫০ বস্তা মুড়ি …
  • ৩০ জানুয়ারি ২০২৬
মাদক নিয়ে দ্বন্দ্বে পাবনায় ছুরিকাঘাতে যুবক হত্যা
  • ৩০ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ৩০ জানুয়ারি ২০২৬
পানামা খালের বন্দরে চীনের নিয়ন্ত্রণ অসাংবিধানিক: পানামার আ…
  • ৩০ জানুয়ারি ২০২৬